চীন আর ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে বড় আকারের আর্থ-বাণিজ্যিক আলোচনা তত্পরতা ---চীন-ইইউ পুঁজি -বিনিয়োগ সংক্রান্ত আলোচনা সভা আগামী বছরের নভেম্বর মাসে চীনের শিছুয়েন প্রদেশের জেনডুতে অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর চীনস্থ ইইউয়ের প্রতিনিধি দলের মিনিষ্টার ফ্রানজ জেসেন এবং চীনের আন্তজার্তিক বাণিজ্য উন্নয়ন সমিতি, সিছুয়েন প্রদেশের প্রতিনিধিরা জেনডুংতে ২০০৬ সাল আলোচনা সভার চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানের আয়োজন করেছেন। মিনিষ্টার ফ্রান্জ জেসেন বলেছেন, এবারকার আলোচনা সভা চীন আর ইউরোপীয় ইউনিয়নের মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠাগুলোর জন্যে আদান-প্রদানের প্ল্যাটফর্মযুগিয়ে দেবে।তা ছাড়া এই আলোচনা সভার কল্যাণে ইইউ-তে কাছে চীনের শিল্প-প্রতিষ্ঠানের রফতানি বাড়াবে।
ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্য রাষ্ট্রের প্রায় ৪০০টি শিল্প-প্রতিষ্ঠান এবং চীনের ৫০০টি শিল্প-প্রতিষ্ঠান এই আলোচনা সভায় অংশ নেবে বলে অনুমান করা হচ্ছে।
|