৫ নভেম্বর পাঁচ দিনব্যাপী দ্বাদশ ইয়াংলিন কৃষি হাইটেকের ফলাফল প্রদশর্নী সেনসি প্রদেশের ইয়াংলিনে উদ্বোধন হয়েছে। দেশ-বিদেশের পাঁচ হাজারাধিক বিজ্ঞান ও প্রযুক্তি ফলাফল এবারকার প্রদশর্নীতে দেখানো আর বিনিময় করা হবে।
জানা গেছে, এবারকার কৃষি হাইটেক প্রদশর্নীতে দেশ-বিদেশের সর্বশেষ কৃষি ক্ষেত্রের হাইটেক ফলাফল, আধুনিক আর প্রযোজ্য প্রযুক্তি, কৃষিপণ্য ও আনুষংগিক পণ্য, বাজার আর বৃত্তির তথ্য দেখানো আর জনপ্রিয় করা হবে। চীনের বিভিন্ন জায়গা এবং নেদারল্যান্ড , জাপান, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানী প্রভৃতি ২১টি দেশ আর অঞ্চলের ব্যবসায়ী আর প্রতিনিধিরা এবারকার প্রদশর্নীতে যোদ দেবেন।
|