ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে চলমান ক্রমোবর্ধমান সহিসতা ৪ নভেম্বরও অব্যাহত ছিল। দাঙ্গাবাজরা ৪ নভেম্বর ভোরে পাঁচ শোর বেশী গাড়ী ধ্বংস করেছে, চীনা ব্যবসায়ীদের পাঁচটি গুদামও বিধ্বস্ত হয়েছে।
এটা সহিংসতার নয়দিনে প্রথম চীনা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ধ্বংস হবার ঘটনা। পুলিশ পক্ষ থেকে জানা গেছে, দাঙ্গাবাজরা গাড়ী ধ্বংস করা ছাড়াও, সরকারি ভবন, স্কুল, আদালত ও পুলিশ সংস্থার উপরও আগুনে বোমা ছোড়ে। সরকার অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্যে ব্যাপক দাঙ্গা পুলিশ এবং সৈন্য পাঠিয়েছে। এপর্যন্ত কেউ নিহত হয় নি।
|