৫ নভেম্বর ' দৈনিক ম্যাকাও' পত্রিকার একটি সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে , সম্প্রতি মূলভুখন্ডের বেশ কয়েকটি নীতি ও ব্যবস্থা তাইওয়ান প্রণালীর দুপাশের জনগণের আদান-প্রদান বাড়িয়েছে । এই সব নীতি ও ব্যবস্থা তাইওয়ানবাসীদের স্বার্থ ও দু পাশের সম্পর্কের উন্নতির পক্ষে অনুকূল ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , গত কয়েক মাসে মূলভূখন্ড যে তাইওয়ানের কৃষিপণ্যের প্রতি শুল্ক মুক্ত করার সুবিধা দিয়েছে এবং মূলভুখন্ডের পর্যটকদের তাইওয়ানে ভ্রমনের ব্যবস্থা নিয়েছে , তা' প্রণালীর দুই পারের গণ আদান-প্রদান বাড়িয়েছে । সম্পাদকীয়তে আরো বলা হয়েছে , শান্তিপূর্ণ একীকরণ বাস্তবায়ন জনগণের আশা- আকাংখা , কেউ জনগণের এই আকাংখাকে বাধা দিতে পারে না ।
|