শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব চাং তেকুয়াং ৪ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, এই সংস্থা প্রধানত মধ্য-এশিয়ার গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা সমস্যা নিয়ে আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা চালাবে, যাতে মিলিতভাবে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষা করা যায়।
একইদিন অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থা এবং আফগানিস্তানের ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে যোগাযোগ গ্রুপ গঠন সম্পর্কিত প্রটোকলের স্বাক্ষর অনুষ্ঠানে চাং তেকুয়াং সংবাদদাতাদের কাছে বলেছেন, আফগানিস্তান হচ্ছে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী। তার অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়ন মধ্য-এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আফগানিস্তানের নতুন সরকার গঠনের পর শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো আফগানিস্তানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে। শাংহাই সহযোগিতা সংস্থা সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা দমনকে একটি স্থায়ী কর্তব্য হিসেবে গণ্য করে এবং আফগানিস্তান আন্তর্জাতিক সন্ত্রাস-দমন সংগ্রামে একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে দু'পক্ষের আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার জন্যে সহযোগিতা জোরদার করার অভিন্ন চাহিদা আছে।
|