v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-04 19:05:06    
৬ নভেম্বর

cri
** ১৯৭০ সালের ৬ নভেম্বর চীন ও ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

 ইতালির পুরোনাম ইতালি প্রজাতন্ত্র। ইউরোপের দক্ষিণাঞ্চলে অবস্থিত, আয়তন ৩ লাখ ১ হাজার ২৭৭ কিলোমিটার। জনসংখ্যা ৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার (২০০০ সাল), প্রধানতঃ ইতালি জাতির লোক। সরকারী ভাষা ইতালীয়, কিছু সীমান্ত অঞ্চলে ফরাসী এবং জার্মানও প্রচলিত আছে। অধিকাংশ অধিবাসী ক্যাথলিক ধর্মাবলম্বী। রাজধানী রোম। ইতালি হচ্ছে পুঁজিবাদী শিল্পোন্নত দেশ। প্রধান রপ্তানী পণ্য হচ্ছে যন্ত্রপাতি এবং সাজসরজ্ঞাম , রাসায়নিক পণ্য, ঘরোয়া বৈদ্যুতিক সরঞ্জাম, বস্ত্রপণ্য , কাপড়, জুতা, সোনা ও রূপার অলংকার ; প্রধান আমদানি পণ্য হচ্ছে তেল, কাঁচা মাল এবং খাদ্য। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সরকার ঘন ঘন পরিবর্তিত হয়েছে, সরকারের গড়পরতা মেয়াদ এক বছরেরও কম। তবে সরকারের স্বরাষ্ট্র ও বৈদেশিক নীতির স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা আছে। ১৯৭০ সালের ৬ নভেম্বর চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

** ১৯৯৫ সালের ৬ নভেম্বর ওয়াং শুয়েন ইউনেস্কোর বিজ্ঞান পুরস্কার পান

 ১৯৯৫ সালের ৬ নভেম্বর সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে ইউনেস্কোর সদর দপ্তরে মনোজ্ঞ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চীনের পেইচিং বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার প্রযুক্তি গবেষণা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ওয়াং শুয়েন সে বছরের "ইউনেস্কোর বিজ্ঞান পুরস্কার" পান।

 এই সংস্থার দায়িত্বশীল ব্যক্তি পুরস্কার প্রদানের আগে দেয়া ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ এবং উন্নয়নে অধ্যাপক ওয়াং শুয়েনের লক্ষ্যণীয় অবদানের উচ্চ মানের প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন, অধ্যাপক ওয়াং শুয়েনের নেতৃত্বে আবিষ্কৃত চীনা ভাষার কম্পিউটার সম্পাদনা ব্যবস্থা চীনের পত্রিকা এবং প্রকাশনালয় মহলে একটি প্রযুক্তিগত বিপ্লব সৃষ্টি করেছে। এখন চীনের মূলভূভাগের ৯৯ শতাংশ পত্রিকার সম্পদনা এবং ৯০ শতাংশ বইয়ের প্রকাশনা এই সম্পাদনা ব্যবস্থা ব্যবহার করে, তা ছাড়া, হংকং, ম্যাকাও, মালয়েশিয়া, উত্তর আমেরিকা প্রভৃতি অঞ্চলের অধিকাংশ চীনা ভাষার পত্রিকা এবং তাইওয়ানের কিছু প্রভাবশালী পত্রিকা গোষ্ঠীও এই প্রযুক্তি ব্যবহার করে।

** চীনে ইণ্টার্নেটের মাধ্যমে প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু

 ১৯৯৮ সালের ৬ই নভেম্বর চীনে ইণ্টার্নেটের মাধ্যমে প্রথম উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান---হুনান বিশ্ববিদ্যালয়ের মাল্টি মিডিয়া তথ্য শিক্ষা ইনস্টিটিউটের ক্লাস শুরু হয় । হুনান প্রদেশের ১৪টি বিভাগ, ও শহরের ১৫টি দূরপাল্লার শিক্ষা কেন্দ্রের এক হাজারেরও বেশী ছাত্রছাত্রী পাবলিক মাল্টি মিডিয়া নেটের মাধ্যমে প্রথম ক্লাসের পাঠ শরু করেন । চীনের মাল্টি মিডিয়ার দূর-শিক্ষা কার্যক্রম যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এটাই তার নিদর্শন ।

 বিশেষজ্ঞরা মনে করেন, এই বিশেষ আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের ফলে নানা উপকারিতা হয়, যেমন: চীনের উচ্চ মাধ্যমিক স্কুলের স্নাতক ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় ইত্যাদি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আকাংক্ষা এখন ওয়েবসাইটের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে, উচ্চ মানের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ দান থেকে অন্য স্থানের ছাত্রছাত্রীরা ইণ্টার্নেটের মাধ্যমে উপকৃত হতে পারেন । এটা চীনের শিক্ষা উন্নয়নের ইতিহাসে এক বিরাট ঘটনা ।

**১৯৯১সালের ৬ই নভেম্বরকুয়েতের তেলকূপের অগ্নিকাণ্ড সম্পূর্ণভাবে নেভানো হয়েছে

 ১৯৯১ সালের ৬ই নভেম্বর সকালে কুয়েত শহরের দক্ষিণ দিকের বালগান তেলক্ষেত্রের ১১৮ নম্বর তেলকূপের কাছে অনুষ্ঠিত একটি বিরাট সমাবেশে কুয়েতের প্রজ্জ্বলিত সর্বশেষ তেলকূপের অগ্নিকাণ্ড নেভানোর জন্য আন্তরিক অভিনন্দন জানানো এবং জয়োল্লাস প্রকাশ করা হয় । ঐ বছরের ফেব্রুয়ারি মাসে কুয়েতে অনুপ্রবেশকারী ইরাকী বাহিনী মোট ৭২৭টি তেলকূপে আগুন ধরিয়ে দিয়েছিল, অল্প ৮ মাসের মধ্যেই সেই সব অগ্নিকাণ্ড পুরোপুরি নিভিয়ে দেয়া হয়েছে । পাশ্চাত্যের বিশেষজ্ঞরা অনুমাণ করেছিলেন, কুয়েতে বিশ্ববিরল এই তেলকূপের ব্যাপক অগ্নিকাণ্ড কমপক্ষে দু-তিন বছর অব্যাহত থাকবে এবং খুব বেশী হলে পাঁচ বছরের মধ্যেই শুধু নেভানো যাবে ।