২০০৫ সালের আন্তর্জাতিক পুনঃব্যবহার্য শক্তিসম্পদ সম্মেলন ৭ থেকে ৮ নভেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। এবারকার সম্মেলনের প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পুনঃব্যবহার্য শক্তিসম্পদ উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করা। যাতে পুনঃব্যবহার্য শক্তিসম্পদের আন্তর্জাতিক সহযোগিতা ত্বরান্বিত করা যায়।
জানা গেছে, এবারের সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে বিশ্বের পুনঃব্যবহার্য শক্তিসম্পদের উন্নয়নের পরিস্থিতি বিশ্লেষন এবং মূল্যায়ন করা; শিল্পপ্রতিষ্ঠান ও অর্থ-বিভাগকে পুনঃব্যবহার্য শক্তিসম্পদউন্নয়নের নীতি ব্যবস্থায় অংশ নিতে উত্সাহিত করা। যাতে বিশ্বের পুনঃব্যবহার্য শক্তিসম্পদের উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুমান করা যাচ্ছে শতাধিক দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, শিল্পপতি, বিজ্ঞানী ও বেসরকারি সংস্থার মোট ১ হাজার ২শ প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
|