মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান এলান গ্রিনস্পান ৩ নভেম্বর বলেছেন, সম্প্রতি কয়েকটি প্রচন্ড ঘূর্ণিঝড় মার্কিন অর্থনীতির ওপর প্রভাব ফেললেও অর্থনীতির জোরালো প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে ।
একইদিন সংসদের যৌথ অর্থনৈতিক কমিটিতে গ্রিনস্পান এসব কথা বলেছেন। তিনি বলেছেন, প্রচন্ড ঘূর্ণিঝড় " কাটরিনা" , " রিটা" আর " ওইলমা" মার্কিন চাকরি ও শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদনে সাময়িকভাবে খারাপ প্রভাব ফেলবে, মুদ্রাস্ফীতি বাড়াবে, কিন্তু মার্কিন অর্থনীতির ভিত্তি খুবই শক্তিশালী এবং অর্থনীতির জোরালো প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।
তিনি সঙ্গে সঙ্গে সর্তক করে দিয়েছেন, যদি মার্কিন বাজেট ঘাটতি ভালভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তা দীর্ঘকালীন মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধির ওপর খুবই খারাপ প্রভাব ফেলবে।
|