জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদলের কাউন্সিলার সিয়ে পো হুয়া ৩ নভেম্বর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশনে বার্ড ফ্লু প্রতিরোধ বিষয় নিয়ে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, বার্ড ফ্লু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সর্দি -জ্বর প্রতিরোধ ক্ষেত্রে জাতিসংঘের প্রধান ভূমিকা পালন করা চীন সমর্থন করে।
তিনি বলেছেন, জাতিসংঘ এবং তার সংশ্লিষ্ট বিশেষ বিভাগের সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং সংশ্লিষ্ট আঞ্চলিক সহযোগিতা জোরদার করা উচিত। বিশেষ করে ঘন ঘন বার্ডফ্লু সংক্রমন হওয়া এশিয়া আর প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সঙ্গে সহযোগিতা জোরদার এবং বার্ডফ্লু নিয়ন্ত্রণ প্রয়োজনীয় আঞ্চলিক কোশলগত নীতি তৈরি করা দরকার।
তিনি আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে বিভিন্ন উপায়ের মাধ্যমে উন্নয়নমুখী দেশগুলো প্রয়োজনীয় পুঁজি, প্রযুক্তিমূলক সাহায্য এবং ব্যক্তি-প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে তাদেরকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও জরুরী মোকাবিলার সামর্থ্য বাড়াতে সাহায্য করা হবে।
|