চীনের জাতীয় গণ কংগ্রেসের চেয়ারম্যান উ পাং কুও পেইচিংয়ে সফররত রুশ প্রধানমন্ত্রী মিখাইল ফ্রাদকোভের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন , চীন-রাশিয়া সম্পর্ক গুরুত্বপূর্ণ উন্নয়নের সুযোগের সম্মুখীন । দু'পক্ষের উচিত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা ।
উ পাং কুও বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে চীন-রাশিয়া রণনৈতিক অংশীদার সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হচ্ছে । চীনের জাতীয় গণ কংগ্রেস ও রাশিয়ার ফেডারেল পরিষদ ও জাতীয় দুমা যথাক্রমে নিয়মিত আদান-প্রদানের ব্যবস্থা শুরু করেছে , দ্বিপাক্ষিক সহযোগিতার আইনমূলক দলিলের প্রণয়ন , কার্যকর সহযোগিতার ত্বরান্বিত , সীমান্ত ও আঞ্চলিক আদান-প্রদানের জোরদারে ব্যাপক ভূমিকা পালন করেছে । আগামী বছরে দু'দেশ এক অপর দেশে যার যার দেশের বর্ষ অনুষ্ঠান আয়োজন করবে , দু'দেশের উচিত এই সুযোগে আদান-প্রদান জোরদার করা এবং সহযোগিতা ত্বরান্বিত করা ।
ফ্রাদকোভ আশা করেন , দু'পক্ষ আইন প্রণয়ন সংস্থা সহ বিভিন্ন ক্ষেত্রের সক্রিয় উপাদান ব্যবহার করে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করবে ।
|