যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফ্স অব স্টাফের যুদ্ধ বিষয়ক কর্মকর্তা জেম্স টি কোনওয়েই ৩ নভেম্বর পেন্ট্যাগনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , ডিসেম্বর মাসে ইরাকের সাধারণ নির্বাচনের আগে ইরাক মোতায়েন মার্কিন সৈন্যের সংখ্যা ১.৬ লক্ষে বজায় রাখা হবে ।
কোনওয়েই বলেছেন , ইরাকের সাধারণ নির্বাচনের পর মার্কিন সৈন্যের সংখ্যা ক্রমেই ১.৩৮ লক্ষে কমবে ।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লাউরেন্স ডি রিটা বলেছেন , মার্কিন কেন্দ্রীয় কমান্ডার জোন আবিজাইড ও ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার জোর্জ কেসী নির্বাচনের পর ইরাকের পরিস্থিতির মূল্যায়ন করবেন , পেন্ট্যাগন তাঁদের প্রস্তাব অনুযায়ী ইরাক মোতায়েন মার্কিন সৈন্যের সংখ্যা নির্ধারণ করবে ।
|