চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আর রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল ফ্রেডকোভ ৩ নভেম্বর পেইচিংয়ে চীন-রাশিয়ার প্রধানমন্ত্রীদের দশম নিয়মিত বৈঠকে মিলিত হয়েছেন । ওয়েন চিয়া পাও এই মত প্রকাশ করেছেন যে , চীন অব্যাহতভাবে পারস্পরিক মর্যাদা প্রদর্শন , সমতা আর পারস্পরিক উপকারিতার নীতিতে রাশিয়ার সংগে বন্ধুত্ব ও সহযোগিতা নিরন্তর সুসংবদ্ধ ও গভীর করতে ইচ্ছুক ।
তিনি বলেছেন , গত দশ বছরে দুদেশের প্রধানমন্ত্রীর নিয়মিত বৈঠকের ব্যবস্থায় দুদেশের সহযোগিতার ক্ষেত্র নিরন্তর সম্প্রসারিত হয়েছে , সহযোগিতার মান অনবরত বেড়েছে এবং দুদেশের সম্পর্কের ইতিহাসে উন্নয়নের সর্বশ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে ।
দুদেশের দুই প্রধানমন্ত্রী পুনরায় ঘোষণা করেছেন যে , দুদেশ সুষ্ঠুভাবে দুদেশের পূর্বাংশের সীমান্ত নির্ধারণের কাজ সম্পন্ন করবে , আরো ইতিবাচক ব্যবস্থা নিয়ে দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বিকশিত করবে , তেল ও প্রাকৃতিক গ্যাস উন্নয়নের বিষয়ে দুদেশের সহযোগিতার সিদ্ধান্ত কার্যকরী দ্রুত করবে এবং যৌথভাবে সন্ত্রাসবাদ আর আন্তঃদেশীয় অপরাধ চক্রের ওপর আঘাত হানবে ।
|