** ১৯৮৬ সালের ৫ নভেম্বর চীনের প্রথম পারমাণবিক ওজন পরিমাপকযন্ত্র আবিষ্কার
১৯৮৬ সালের ৫ নভেম্বর চীনের প্রথম পারমাণবিক ওজন পরিমাপকযন্ত্র আবিস্কৃত হয়েছে । চীনের হেইলোংচিয়াং প্রাদেশিক বিজ্ঞান একাডেমির প্রায়োগিক পদার্থবিদ্যা গবেষণা কেন্দ্র গবেষণার মাধ্যমে সাফল্যের সংগে পারমাণবিক ওজন পরিমাপকযন্ত্র তৈরি করেছে এবং তা সংশ্লিষ্ট সংস্থার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । পারমাণবিক ওজন পরিমাপকযন্ত্র হলো রাষ্ট্রীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিকল্পনার অন্তর্ভুক্ত অন্যতম প্রকল্প । এটা পারমাণবিক প্রযুক্তির তত্ত্ব প্রয়োগের মাধ্যমে আধুনিক মাইক্রো-কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ওজন পরিমাপ ব্যবস্থা। এই যন্ত্র দিয়ে যাবতীয় ধরনের কনভেয়ারের ওপরকার কঠিন দানাদার পদার্থের ওজন চলমান অবস্থাতেই মাপা যায় । এই যন্ত্র ব্যাপকভাবে কলকারখানা, খনি, খাদ্যশস্য, বন্দর ইত্যাদি বিভাগে ব্যবহার করা যায় ।
** ১৯৯৬ সালের ৫ নভেম্বর গ্যারি লোক মার্কিন ইতিহাসের প্রথম চীনা বংশোদ্ভুত গভর্ণর নির্বাচিত
১৯৯৬ সালের ৫ নভেম্বর চীনা বংশোদ্ভুত মার্কিনী গ্যারি লোক ওয়াশিংটনের গভর্ণর নির্বাচনে রিপাব্লিকান পার্টির পদপ্রার্থীকে পরাজিত করে মার্কিন ইতিহাসে প্রথম চীনা বংশোদ্ভূত গভর্ণর হন। তিনি ১৯৫০ সালের ২১ জানুয়ারী সিয়াটলে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন নামকরা ইয়েল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগ থেকে স্নাতক ডিগ্রী এবং বোস্টোন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
গ্যারি লোক বলেন, ওয়াশিংটন রাজ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে বৃহত্তম রাজ্য। তিনি বলেন, তিনি ওয়াশিংটন রাজ্যের বিশেষ মর্যাদাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক আর্থ-বাণিজ্য নীতিকে আরো কল্যাণমুখী করবেন এবং এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ত্বরান্বিত করবেন।
গ্যারি লোক বলেন, আমি গভর্ণর নির্বাচিত হবার কারণ হচ্ছে বিংশ শতাব্দীর চাইতে একবিংশ শতাব্দীতে চীনা বংশোদ্ভুত মার্কিনীরা আরো ব্যাপক প্রভাব সৃষ্টি করবেন। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারী গ্যারি লোক আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের গভর্ণর পদে শপথ গ্রহণ করেন।
** ১৯০৬ সালের ৫ নভেম্বর ফ্রান্সের প্রথম বিমান কারখানা স্থাপিত
১৯০৬ সালের ৫ই নভেম্বর ফ্রান্সের প্রথম বিমান কারখানা উদ্বোধন হয় । নভেম্বর মাসে গাব্রিয়েল আর চালস-ওয়াসেন ভ্রাতৃদ্বয় ফ্রান্সে প্রথম বিমান কারখানা স্থাপনের কথা ঘোষণা করেন । তাঁদের রিপোর্টে বলা হয়, তাদের ৫০ অশ্বশক্তি ও ৮ সিলিণ্ডারবিশিষ্ট দুই ডানা-সম্পন্ন বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে । তাঁদের কথা অনুযায়ী সেবারকার ফ্লাইট থেকে এই নতুন শিল্পপ্রতিষ্ঠানের সফলতার সম্ভাবনা প্রমাণিত হয়েছে ।
ওয়াসেন ভ্রাতৃদ্বয়ের বিমানকারখানাটি খুব ছোট ছিল । যথার্থভাবে বলতে গেলে কারখানাটিতে মাত্রা দুজন শ্রমিক । একজন ছিলেন জাহাজ নির্মাণের শ্রমিক আর একজন ছিলেন টেবিল-চেয়ার ধরনের জিনিস তৈরির মিস্ত্রী । তাঁরা নিষ্ঠা ও মনোযোগের সংগে কারখানার মালিক--দুই সহোদরকে দু-ডানাবিশিষ্ট বিমান বানাতে সাহায্য করেছেন । ওয়াসেন ভ্রাতৃদ্বয় পরে তাঁদের বিমান অন্যান্য কারখানার মালিকের কাছে বিক্রী করে দেন, অন্যান্য কারখানার মালিক যার যার প্রয়োজন অনুসারে বিমানের কিছু পরিবর্তন সাধন করেন ।
** ১৯৯৬ সালের ৫ নভেম্বর বেনজির ভূট্টো সরকার ক্ষমতাচ্যুত
১৯৯৬ সালের ৫ নভেম্বর ভোরবেলায় পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ লেঘারি এক অধ্যাদেশে বেনজির ভূট্টো সরকার এবং জাতীয় সংসদ ভেঙ্গে দেন এবং পরের বছর ৩ ফেব্রুয়ারী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এরপর প্রকাশিত প্রেসিডেন্টের অধ্যাদেশে এই বলে নিন্দা করা হয়েছে যে, বেনজির ভূট্টো সরকারকে করাচির বিরাটাকারের রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য দায়িত্ব বহন করতে হবে, জুলফিকার আলি ভূট্টোর গুপ্তহত্যার ঘটনা কাজে লাগিয়ে প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীকে অপবাদ দেওয়া হয়েছে, আইন বিভাগকে অবহেলা করা হয়েছে, সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতি দেশের নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে। ১৯৮৫ সালে পাকিস্তানে "গণতান্ত্রিক প্রশাসন" চালু হওয়ার পর এই চতুর্থ বার মন্ত্রিসভা এবং জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়া হয়।
|