ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক, প্রধানমন্ত্রী দোমিনিক দ্য ভিলেপান ২ নভেম্বর পৃথক পৃথকভাবে ভাষণ প্রকাশ করেছেন। তাঁরা প্যারিসের উপকন্ঠের গোলযোগপূর্ণ অঞ্চলের জনসাধারণের সুবুদ্ধি পুনরুদ্ধারের আশা প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, সরকার শৃঙ্খলা রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেবে।
একই দিনে অনুষ্ঠিত মন্ত্রী সম্মেলনে ভাষণদানের সময় শিরাক পুনর্বার বলেছেন, আইন কড়াকড়িভাবে অনুসরণ এবং কার্যকরী করতেই হবে। তিনি আশা করেন, জনগণ আইন মান্য করবেন এবং সংলাপ করবেন, নাহলে পরিস্থিতি সংকটময় হবে।
দ্য ভিলেপান ২ নভেম্বর পূর্বনির্ধারিত ক্যানাডা সফরের পরিকল্পনা বাতিল করেছেন। সংসদে প্রশ্নোত্তরের সময় তিনি বলেছেন, ১ নভেম্বর রাতে প্যারিসের উপকন্ঠের কিছু এলাকায় সংঘটিত দাঙ্গাহাঙ্গামা হচ্ছে খুবই গুরুতর একটি ঘটনা। ফ্রান্স সরকারের জরুরী প্রধান কর্তব্য হচ্ছে শৃঙ্খলা পুনরুদ্ধার করা। যে কোন বেআইনী তত্পরতা বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
|