আন্তর্জাতিক নারী বিমানকর্মী ফেডারেশনের সম্মেলন১৭তম শীর্ষ অধিবেশন ৩ নভেম্বর চীনের পূর্বাঞ্চলীয় শাংহাই শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ২০০জনেরও বেশি বিমান সংশ্লিষ্ট নারী প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
এবারকার সম্মেলন চীনের বেসামরিক বিমানচলাচল দফতর এবং আন্তর্জাতিক নারী বিমানকর্মী ফেডারেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গ হচ্ছে " বিশ্বের বিমান ব্যবস্থা সম্প্রসারণ করা" । সম্মেলনে প্রতিনিধিরা চীনে এবং বিশ্বে বিমান পরিবহনের উন্নয়ন, বিশ্ব বেসামরিক প্রতিষ্ঠানের সংস্কার, মানবজাতির ভবিষ্যতের উন্নয়ন ইত্যাদি বিমান মহলের সবচেয়ে নতুন সমস্যা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন।
আন্তর্জাতিক নারী বিমানকর্মী ফেডারেশনের ১৯৮৮ সালে গঠিত হয়েছে, তা হচ্ছে বিশ্বের বিমানপ্রতিষ্ঠানে নারীদের অলাভজনক, বেসরকারী আন্তর্জাতিক সংস্থা, এর লক্ষ্য হচ্ছে বিশ্বের বিমানপ্রতিষ্ঠানে নারীদের জন্য পারস্পরিক আদানপ্রদানের সুযোগ দেয়া, যাতে বিভিন্ন দেশের বিমানপ্রতিষ্ঠানে নারীদের পেশাগত পর্যায়ে উন্নয়ন সাধন করা যায়।
|