৩ নভেম্বর প্রকাশিত চীনের রাষ্ট্রীয পণ্যের গুণগত মানের তত্ত্বাবধান , পরীক্ষা ও কোয়ারানটাইন ব্যুরো আর স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি যুক্ত বিজ্ঞপ্তিতে বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্য ও কোয়ারানটাইন বিভাগের উদ্দেশ্যে চীনে বার্ডফ্লু প্রতিরোধের জন্য কড়াকড়ি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে প্রকাশ , ২০০৩ সালের ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া , থাইল্যান্ড , ভিয়েতনাম , জাপান প্রভৃতি ১৫ টি দেশে এইচ ৫ এন ১ বার্ডফ্লু প্রকোপ দেখা দিয়েছে । ভিয়েতনাম , থাইল্যান্ড , ক্যাম্বোডিয়া , ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে মানুষের মধ্যেও বার্ডফ্লু সংক্রমিত হয়েছে । ২০ অক্টোবর পর্যন্ত পৃথিবীতে ১১৮জন বার্ডফ্লুতে আক্রান্ত হয়েছে । এদের মধ্যে ৬১জন মারা গেছে ।
|