জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অর্থাত্ এফ এ ও'র মহাসচিব জ্যাক্ দিওফ্ সম্প্রতি জোর দিয়ে বলেছেন , লু সম্প্রতি দক্ষিণ- পূর্ব এশিয়ার বাইরের দেশ ও অঞ্চলেএইচ ৫ এন ১ বার্ডফ্লুর যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে , তাতে প্রমাণিত হয়েছে যে , বার্ডফ্লু প্রকোপ একটি মনোযোগ দেয়ার মতো বিশ্বজনীন সমস্যা । তা কাটিয়ে উঠার জন্য বিশ্ব সমাজের যৌথভাবে মোকাবিলা করা প্রয়োজন ।
সম্প্রতি এফ এ ও'র ওয়েবসাইটে প্রকাশিত ডিওফের একটি প্রবন্ধে বলা হয়েছে , বার্ডফ্লুর ভাইরাস অতিথি পাখির ভ্রমণের সংগে সংগে ক্রমাগত বিস্তৃত হচ্ছে । এতে ইউরোপের কতগুলো দেশ প্রভাবিত হয়েছে ।
তিনি বলেছেন , বিভিন্ন দেশের সরকার আর বিশ্ব সমাজ ঘনিষ্ঠভাবে সহযোগিতা করলে এবং সম্মিলিতভাবে রোগ নিয়ন্ত্রণ আর প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গড়ে তুললেই কেবল বার্ডফ্লু আয়ত্তে আনা যাবে ।
|