চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ৩ নভেম্বর পেইচিংয়ে ইউরোপীয় সমাজতন্ত্রী পার্টির চেয়ারম্যান পল নিরুপ রাসমুসেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করার সময় বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি ইউরোপীয় সমাজতন্ত্রী পার্টি এবং তার সদস্য দলের সঙ্গে সম্পর্ক আরো গভীর করে মিলিতভাবে চীন ও ইউরোপের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে চায়।
উ পাং কুও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইউরোপের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে দ্রুতই উন্নয়ন হয়েছে। চীন ও ইউরোপের সম্পর্ক উন্নয়ন করা দু'পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য হিতকর।
রাসমুসেন বলেছেন, নতুন আন্তর্জাতিক পরিস্থিতিতে ইউরোপ ও চীনের অভিন্ন স্বার্থ বেড়েছে। ইউরোপীয় সমাজতন্ত্রী পার্টি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করার উপর উচ্চ গুরুত্ব দেয়, অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত সমস্যা নিয়ে সংলাপ এবং বিনিময় গভীরতর করা এবং ইউরোপ ও চীনের সম্পর্কের উন্নয়নের জন্য নতুন প্রাণশক্তি যুগাতে চায়।
|