চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ৩ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছয় পক্ষীয় বৈঠক এই মাসের ৯ তারিখ থেকে পেইচিংয়ে শুরু হবে।
খোং ছুয়েন বলেছেন, পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের মেয়াদ সুনির্দিষ্ট অবস্থা অনুযায়ী ধার্য করা হবে। এর প্রতি চীনের মনোভাব উন্মুক্ত। চীন সম্মেলনটি পর্যায় হিসেবে ভাগ করার প্রস্তাব করেছে।
খোং ছুয়েন বলেছেন, বৈঠকে বিভিন্ন পক্ষ চতুর্থ দফা বৈঠকে স্বাক্ষরিত যৌথ বিবৃতি কার্যকরীকরণ বিষয়ে আলোচনা হবে। তিনি বলেছেন, চীন বৈঠকে অগ্রগতি অর্জনের জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে প্রচেষ্টা চালাবে।
|