জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ২ নভেম্বর জেনিভায় '২০০৫ সালের বাণিজ্য ও উন্নয়নের সূচক রিপোর্ট' প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হয়েছে যে, 'বাণিজ্য ও উন্নয়নের সূচক' থেকে দেখা যাচ্ছে, ২০০৫ সালে বিশ্বের প্রথম তিনটি দেশ হচ্ছেঃ ডেনমার্ক, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ব্রাজিল ও ভারতের আগে, চীনের স্থান ৫১তম। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রথম ২০টি দেশ প্রায় উন্নয়ন দেশ বরং সর্বশেষ ১২টি দেশ একেবারেই আফ্রিকান দেশ।
জানা গেছে, ১১০টি দেশের জাতীয় অর্থনীতিতে বাণিজ্যিক মুক্তদ্বার মাত্রা, মানবিক উন্নয়নের মাত্রা, পরিবেশ, বুনিয়াদী ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ও কৃষি অনুপাত বিবেচনা করার পরে এ রিপোর্ট তৈরি করা হয়েছে। এই বছর থেকে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন প্রতি বছরে একটি 'বাণিজ্য ও উন্নয়নের সূচক রিপোর্ট' প্রকাশ করবে।
|