২ নভেম্বর পেইচিংয়ে চীনের কৃষি মন্ত্রনালয় আর মার্কিন কৃষি মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে বার্ডফ্লু প্রতিরোধ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বার্ডফ্লু প্রতিরোধের জন্য দুপক্ষ কার্যকর সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ।
চীনের উপ-কৃষি মন্ত্রী ইং ছেন জে সেমিনারে বলেছেন , চীন আর যুক্তরাষ্ট্র দুটো হাঁস-মুরগি পালনকারী বড় দেশ । বার্ডফ্লু প্রতিরোধের ক্ষেত্রে দুদেশের ব্যাপক সহযোগিতার ভিত্তি আছে । তিনি বলেছেন , কার্যকর সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা দুদেশের আছে , যাতে বার্ডফ্লু প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট আইন , আইনবিধি আর আন্তর্জাতিক মানদন্ডের আদান প্রদান বাড়ানো যায় ।
|