২ নভেম্বর সকালে ম্যাকাওয়ে আয়োজিত চতুর্থ পূর্ব-এশিয়া গেমসে পুরুষ ১১০-মিটার প্রতিবন্ধক দৌড়ে চীনের প্রতিযোগী লিউ শিয়াং শিরোপা পেয়েছেন।
১১০ মিটার অতিক্রম করতে লিউ শিয়াংয়ের ১৩.২১ সেকেন্ড লেগেছে। অন্য একজন চীনা প্রতিযোগী শি তুং ফেং দ্বিতীয় হলেন। চতুর্থ পূর্ব-এশিয়া গেমস ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে।
|