চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক , প্রেসিডেন্ট হু চিন থাও ২ নভেম্বর ভিয়েতনাম সফর শেষ করে বিশেষ বিমানে পেইচিংয়ে ফিরে এসেছেন ।
সফরকালে হু চিন থাও যথাক্রমে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নোং দুক মান , প্রেসিডেন্ট ট্রান দুক লুং আর প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের সংগে বৈঠক করেছেন । দুদেশের নেতৃবৃন্দ এই মত প্রকাশ করেছেন যে , দুদেশের সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব আর সার্বিক সহযোগিতামূলক সম্পর্কের নতুন পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা প্রচেষ্টা চালাবেন ।
দুদেশের একটি যুক্ত বিবৃতিও প্রকাশিত হয়েছে । বিবৃতিতে দুপক্ষ দুদেশের স্থল সীমান্ত নির্ধারণ আর সীমান্তফলক স্থাপনের কাজ দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে , পেইবো উপসাগরের জলসীমা নির্ধারণ ও মত্স শিল্পের সহযোগিতা বিষয়ক চুক্তির ভূয়সী প্রশংসা করেছে , যতোতাড়াতাড়ি সম্ভব পেইবো উপসাগরের বাইরের সমুদ্রের জলসীমার আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এবং যৌথভাবে এই সমুদ্রের শক্তি সম্পদ উন্নয়ন করবে বলে একমত হয়েছে ।
তা ছাড়া দুদেশের সরকারী প্রতিষ্ঠান আর শিল্প প্রতিষ্ঠানের মধ্যে শক্তি সম্পদ , বিদ্যুত , রাসায়নিক শিল্প প্রভৃতি ক্ষেত্র জড়িত ১৪টি সহযোগিতার দলিলও স্বাক্ষরিত হয়েছে ।
|