চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক , প্রেসিডেন্ট হু চিন থাও'র উত্তর কোরিয়া সফর যে ফলপ্রসূ হয়েছে , তার উচ্চ মূল্যায়ন করে ২ নভেম্বর কোরীয় ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় মুখপত্র রোদোং সিনমুন পত্রিকা একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , হু চিন থাও'র এবারকার কোরিয়া সফর দুদেশের পার্টি , সরকার ও জনগণের মধ্যেকার বন্ধুত্ব ও আস্থা আরো গভীর করেছে । দুদেশের প্রবীণ নেতৃবৃন্দের যৌথ উদ্যোগের ফলে ভবিষ্যতে দুদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো বাড়বে এবং কোরীয় উপদ্বীপ আর এশিয়ার শান্তি ও নিরাপত্তা ত্বরান্বিত হবে ।
সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়েছে , নতুন শতাব্দিতে নতুন প্রজন্ম যে নিরন্তর দুদেশের বন্ধুত্ব বিকশিত করবে , তা উত্তর কোরীয় পার্টি আর সরকারের অবিচলিত দৃষ্টিভঙ্গী । কোরীয় পার্টি আর সরকার দুদেশের বন্ধুত্ব আরো জোরদার করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাবে ।
|