২ নভেম্বর চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার সূত্রে জানা গেছে, সিনচিয়াংয়ের পশুপালনের পরিবর্তে আবার তৃণভূমি গড়ে তোলা প্রকল্প কার্যকরী করার এক বছরে বাস্তব অগ্রগতি অর্জিত হয়েছে। এখন ২৬ লাখ হেকটর অধোগতি তৃণভূমি ভালোভাবে রক্ষা পেয়েছে, গাছগাছড়া পুনরুদ্ধার করেছে। এর ফলে প্রাথমিকভাবে প্রাকৃতিক এবং অর্থনৈতিক সুফল দেখা যাচ্ছে।
সিনচিয়াং হচ্ছে চীনের পশুপালনের পরিবর্তে আবার তৃণভূমি গড়ে তোলা প্রকল্প কার্যকরীকরণের গুরুত্বপূর্ণ অঞ্চল। ২০০৩ সাল থেকে চীন সরকার ৬৫ কোটি ইউয়েন রেনমিনপি বরাদ্দ করে সিনচিয়াংয়ের ২২টি জেলায় পশুপালনের পরিবর্তে আবার তৃণভূমি গড়ে তোলা প্রকল্প শুরু করে। জানা গেছে, এখন সিনচিয়াংয়ের নিকৃষ্ট তৃণভূমিতে এক বছর ধরে পশুপালন নিষিদ্ধ করার পর সেখানের গাছগাছড়ার হার বেড়েছে, কিছু তৃণভূমির ঘাসের উত্পাদনের পরিমাণ স্পষ্টভাবে বেড়েছে।
|