১ নভেম্বর জাতি সংঘের ৬০তম সাধারণ পরিষদের পূর্ণাংগ অধিবেশনে ১০৪টি দেশের প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে । এই প্রস্তাবে প্রতি বছরের ২৭ জানুয়ারী আন্তর্জাতিক হত্যাযজ্ঞ স্মৃতি দিবস বলে ধার্য করা হয়েছে ।
প্রস্তাবে নাত্সি হত্যাযজ্ঞ ঐতিহাসিক সত্যতা অস্বীকার করার যে কোনো অপচেষ্টার বিরোধিতা করা হয়েছে এবং বিভিন্ন দেশের উদ্দেশ্যে বর্ণবাদী হত্যাযজ্ঞ বিষয়ক অপরাধ জানার জন্য বংশধরকে সাহায্য করা এবং নাত্সি শিবির সহ হত্যাযজ্ঞের ধ্বংসাবশেষ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার দাবি জানানো হয়েছে ।
|