চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই ২ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন ও রাশিয়া উভয়ের সম্পূর্ণ শিল্প বিভাগ এবং সমৃদ্ধ বৈজ্ঞানিক শক্তি আছে । দু'দেশ বাজার উন্মুক্ত করার মাত্রায় নিরন্তরভাবে উন্নতি করেছে। দু'দেশের শিল্পপতিদের নতুন সুযোগ আঁকড়ে ধরে সক্রিয়ভাবে সহযোগিতা করা উচিত।
একই দিনে পেইচিংয়ে অনুষ্ঠিত চীন ও রাশিয়ার শিল্পপতিদের সেমিনার পরিচালনার সময় উ ই উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দ্রুতই বিকশিত হয়েছে। চলতি বছরে দ্বিপাক্ষীক বাণিজ্য মূল্য ২৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা আছে।
সেমিনারে অংশগ্রহণকারী রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্দার জুকোভ বলেছেন, রাশিয়া চীনের প্রতি রপ্তানীর মূল্য এবং পণ্যের রকমারী আরো বাড়াবে, আরো বেশি চীনের শিল্পপ্রতিষ্ঠান রাশিয়ায় গিয়ে পুঁজিবিনিয়োগ করবে। তিনি মনে করেন, দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোরপণ্যের প্রক্রিয়াকরণ, শক্তি সম্পদ, নতুন উচ্চ প্রযুক্তি উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা উচিত।
|