জি আট সদস্যদেশ ও চীন, ভারত, ব্রাজিল ইত্যাদি ১২ টি উন্নয়নমুখী দেশের পরিবেশ ও শক্তিসম্পদ মন্ত্রীরা ১ নভেম্বর লন্ডনে এক সঙ্গে বিশ্বের আবহাওয়া উষ্ণ হয়ে উঠা এবং কিভাবে দূষণমুক্ত শক্তিসম্পদ ইত্যাদি ব্যবস্থা করে গ্রীনহাউসের নিঃসরন কমানো ত্বরান্বিত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীন বিষয়ক মন্ত্রী মার্গরেট বেকেট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, বিভিন্ন পক্ষের নতুন সহযোগিতার পথ খুঁজে বের করা দরকার। এতে বিশ্বের আবহাওয়া উষ্ণ হয়ে উঠা অগ্রাহ্যও আবহাওয়া পরিবর্তন মোকাবেলা সমস্যায় মতৈক্য হবে।
|