১ থেকে ২ নভেম্বর চীনের জাতীয় গুণমান তত্ত্বাবধান ও গেরানটি ব্যুরো, কৃষি মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় পেইচিংয়ে যৌথভাবে চীন-মার্কিন বার্ড ফ্লু প্রতিরোধ বিষয়ক সেমিনার আয়োজন করেছে। সেমিনারে চীন ও যুক্তরাষ্ট্র এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি , মানদন্ড , ব্যবস্থা এবং অভিজ্ঞতা নিয়ে মত বিনিময় করেছে।
দু'পক্ষ মনে করে, বার্ড ফ্লু প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নেয়া উচিত, এক, অব্যাহতভাবে দু'পক্ষের বার্ড ফ্লুর প্রতিরোধ সংক্রান্ত সহযোগিতা গভীরতর করা, সময়োচিতভাবে তথ্য বিনিময় করা, সংশ্লিষ্ট প্রযুক্তির বিনিময় তত্পরতা আয়োজন করা; দুই, বার্ড ফ্লুর ভাইরাসের পরিবর্তনশীল এবং রকমারি প্রভৃতি বৈশিষ্ট্য বিবেচনা করে প্রযুক্তিগত উপায় নবায়ন করা, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ানো; তিন, পেশাগত প্রযুক্তিগত ব্যক্তি এবং প্রশাসনিক ব্যক্তিদের আদান-প্রদান জোরদার করা।
|