লেবাননের প্রেসিডেন্ট ভবনের ১ নভেম্বর প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের প্রেসিডেন্ট ইমিল লাহুদ আশা করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৬৩৬ নম্বর প্রস্তাব লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক্ হারিরি হত্যাকাণ্ডের তদন্ত ত্বরান্বিত করবে।
প্রেসিডেন্ট লাহুদ আশা করেন, হারিরি হত্যাকাণ্ড তদন্তে আন্তর্জাতিক তদন্ত কমিটি বিভিন্ন পক্ষের সমর্থন পাবে এবং তিনি আশা করেন তদন্ত বাস্তবমুখী ন্যায়সংগত এবং সর্বশেষে জনগণের প্রত্যাশা পূরন করবে ।
আন্তর্জাতিক তদন্ত কমিটির দায়িত্বশীল ব্যক্তি ৩১ অক্টোবর সন্ধ্যায় বৈরুতে ফিরে এসেছেন এবং অব্যাহতভাবে হারিরি হত্যাকাণ্ড তদন্ত করবেন।
|