 মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ১ নভেম্বর বলেছেন, জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের গুয়ানতানামোয় মার্কিন বন্দী শিবিরে তদন্ত করার সময়ে কয়েদীদের সঙ্গে যোগাযোগ করা উচিত নয়।
পেন্টাগনে অনুষ্ঠিত একটি তথ্য-জ্ঞাপন সভায় তিনি বলেছেন, জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক রেড-ক্রস কমিটিকে গুয়ানতানামোয় একই ধরনের ব্যাপক তদন্ত অধিকার দেয়া অসংগত। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞদের পরিদর্শন সীমিত করতে হবে।
|