চীনের জাতীয় গন কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও আশা করেন, বিভিন্ন আন্তঃদেশীয় কোম্পানি অব্যাহতভাবে চীনের সঙ্গে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করবে।
২ নভেম্বর পেইচিংয়ে ছিংহুয়া বিশ্ববিদ্যালয় অর্থনীতি প্রশাসন ইন্সটিটিউট উপদেষ্টা কমিটির ষষ্ঠ সম্মেলনে চীন ও বিদেশী শিল্পপতি ও বিখ্যাত পন্ডিতদের সঙ্গে সাক্ষাত্কালে উ পাং কুও এ কথা বলেছেন। আন্তঃদেশীয় কোম্পানিগুলো চীনের সঙ্গে সহযোগিতাকে গুরুত্ব দেয়ার জন্য উ পাং কুও তাঁর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনায় চীন বেশ কিছু কৃতী কর্মীদের প্রশিক্ষণের কাজ ত্বরান্বিত করবে।
|