v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-02 15:32:54    
২ নভেম্বর

cri
**১৯৭১ সালের ২ নভেম্বর পেরুর সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    পেরুর পুরো নাম পেরু প্রজাতন্ত্র। এদেশ দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশে অবস্থিত। পেরুর আয়তন ১২৮৫২১৬ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ২ কোটি ৭১ লাখ ৩০ হাজার(২০০৩ সাল)। অধিবাসীদের মধ্যে ৪১ শতাংশ রেড-ইণ্ডিয়ান, ৩৬ শতাংশ হলো রেড-ইণ্ডিয়ান ও ইউরোপীয়দের মিশ্র জাতির লোক, ১৯ শতাংশ শ্বেতাঙ্গ । সরকারী ভাষা স্পেনিশ । ৯৬ শতাংশ লোক ক্যাথলিক খ্রীষ্টান। রাজধানী লিমা। পেরু খনিজ ও মত্স্য সম্পদে সমৃদ্ধ। পেরু বিশ্বের ১২টি বৃহত্তম খনিজসম্পদে সমৃদ্ধ দেশের অন্যতম । তার প্রধান খনিজ সম্পদ হলো , তামা, দস্তা, সোনা, রুপা , লোহা এবং তেল । পেরু তামার মজুদে বিশ্বে তৃতীয় স্থান, রুপা আর দস্তার মজুদে চতুর্থ স্থানের অধিকারী। পেরু হলো কৃষি ও খনিশিল্প-প্রধান দেশ । বিশ্বের বৃহত্তম কোকা(coca)-উত্পাদনকারী দেশ । মাদক বাণিজ্যে অর্জিত মার্কিন ডলার দেশের অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পেরু হলো লাটিন আমেরিকার সুপ্রাচীন সভ্যতা-সম্পন্ন অন্যতম দেশ । পেরু স্বাধীনতা, স্বতন্ত্রতা , জোটনিরপেক্ষতা, সাম্রাজ্যবাদ-বিরোধিতা, আধিপত্য ও উপনিবেশবাদের বিরোধিতার নীতি অনুসরণ করে । ১৯৭১ সালের ২ নভেম্বর পেরু চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

**১৯৭৪ সালের ২ নভেম্বর চীনের তৈরী মালবাহী জাহাজ "ইয়েনথিং" ডেনমার্কের বন্দরে পৌঁছে

    ১৯৭৪ সালের ২ নভেম্বর চীনের মালবাহী জাহাজ "ইয়েনথিং" ডেনমার্কের রাজধানী কোপেনহাগেন বন্দরে গিয়ে পৌঁছে এবং মাল খালাস করে । ডেনমার্কের কোনো বন্দরে এটাই চীনের তৈরী কোনো মালবাহী জাহাজের সর্বপ্রথম উপস্থিতি।

**১৯৯৯ সালের ২ নভেম্বর প্রথম চীনের সাংহাই আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব উদ্বোধন

    ১৯৯৯ সালের ২ নভেম্বর প্রথম চীনের সাংহাই আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব সাংহাই বৃহত্ থিয়েটারে উদ্বোধন হয় ।

    চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট-ব্যুরোর স্ট্যাণ্ডিং কমিটির সদস্য চীনের উপপ্রধানমন্ত্রী লি লানছিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    চীনের সাংহাই আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব হলো আন্তর্জাতিক বৈশিষ্ট্য, জাতীয় স্বকীয়তা ও ক্লাসিকাল প্রকৃতি-সম্পন্ন এক সাংস্কৃতিক উত্সব। এটা ছিল চীনের একমাত্র বহুমুখী জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব । এই উত্সবে দেশ-বিদেশের ৫০টিরও বেশি চমত্কার নাট্যানুষ্ঠান পরিবেশিত হয়। এই উত্সবে শুধু যে চীনা সংস্কৃতি ও শিল্পকলা প্রদর্শনের এক রঙ্গ-মঞ্চ ছিল তা নয় , উপরন্তু বিশ্বের উত্কৃষ্ট সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে পরিচিত হওয়া এবং শেখার জন্য এক ভাল জানালা । এই উত্সবের মাধ্যমে বিদেশের সঙ্গে চীনের সংস্কৃতি ও শিল্পকলার আদানপ্রদানের বাজার উন্মুক্ত করা এবং সাংস্কৃতিক শিল্প উন্নয়নের জন্য এক উত্তম সুযোগ সৃষ্টি করা হয়েছে।

**১৯৮৬ সালের ২ নভেম্বর যুক্তরাষ্ট্রে ' ইরান গেট ঘটনা' ফাঁস হয়

    'ইরান গেট ঘটনা' ছিল যুক্তরাষ্ট্র গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রয়ের এক ঘটনা,যা উদ্ঘাটিত হবার পর রিগান সরকার এক গুরুতর রাজনৈতিক সংকটে পড়ে। তাই লোকেরা এই রাজনৈতিক ঘটনাকে নিকসনের 'ওয়াটার গেট ঘটনার ' সঙ্গে তুলনা করে এই নাম দিয়েছেন।

    ১৯৮৫সাল থেকে বৈরুতে পর পর মার্কিন নাগরিকের অপহরণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র আর ইসরাইলের তথ্য অনুযায়ী, "হেজবুল্লাহ"সংস্থাই এই সব অপহরণ করেছে। এই সংস্থা ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক-যুক্ত। ইরানের মাধ্যমে লেবাননের শিয়াসম্প্রদায়ের সংস্থার ওপর প্রভাব খাটানোর জন্য ইসরাইল যুক্তরাষ্ট্রকেপরামর্শ দেয় । তার পর যুক্তরাষ্ট্র অস্ত্রের বিনিময়ে জিম্মি মুক্তির জন্য ইরানের সঙ্গে গোপনে শলাপরামর্শ শুরু করে ।

    ১৯৮৬ সালের ২ নভেম্বর লেবাননের একটি সাপ্তাহিক পত্রিকা মার্কিন-ইরান গোপন অস্ত্র ব্যবসার এই খবর ফাঁস করে । তাতে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি হয় ,ফলে রিগানের প্রভাব ও মর্যাদার গুরুতর অবনতি ঘটে।