চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাংস্কৃতিক শিল্প ফোরাম পয়লা নভেম্বর দক্ষিণ -পশ্চিম চীনের ছেং তু শহরে আয়োজিত হয়েছে। তিন দেশের সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক শিল্প মহলের ব্যক্তি ও বিশেষজ্ঞদের প্রায় একশ'রও বেশী প্রতিনিধি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে তাদের আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করার অভিন্ন ইচ্ছা প্রকাশ করেছেন।
জানা গেছে, তিন দেশের প্রতিনিধিরা সহযোগিতা বাস্তবায়নের বিষয় ও উপায় নিয়ে আলোচনা করা, তিনদেশের সাংস্কৃতিক দ্রব্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ করা ও সারা বিশ্বের ওপর এশিয় সংস্কৃতির বাড়ানোর আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সাংস্কৃতিক শিল্প ফোরাম তিনবার সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে। তা তিন দেশের সাংস্কৃতিক শিল্প মহলের আদানপ্রদান ও সহযোগিতার উপর সক্রিয় প্রভাব ফেলেছে।
|