লিউছুনহোং ১৯৮৩ সালের ২৯ জানুয়ারী চীনের সানতোং প্রদেশের ইয়ানথাই শহরে জন্মগ্রহণ করেন। সংগীত, বই পড়া তাঁর প্রিয় সখ। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে ২০০৩ সালে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশীপে ৬৯ কেজির স্ন্যাচ, জার্ক ও মোট পয়েন্ট তিনটি দফায় তিনি চ্যাম্পিয়ন হন।
১৯৯৬ সালে তিনি ইয়ানথাই ক্রীড়া স্কুলে জুদো থেকে ভারোত্তলন পরিবর্তন অনুশীলন করেন।, তখন তাঁর কোচ সিয়াংতোং। ১৯৯৮ সালে তিনি সানতোং প্রদেশের প্রদেশিক ভারোত্তরণ দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ মা ওয়েনহুই। ২০০২ সালের জানিয়ারী তিনি চীনের জাতীয় ভারোত্তলন দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ মা ওয়েনহুই।
২০০১ সালে চীনের নবম জাতীয় গেমসে তিনি ৬৯ কেজির স্ন্যাচ, জার্ক ও মোট পয়েন্ট তিনটি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে ফুশান এশীয় গেমসে তিনি ৬৯ কেজির মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশীপে তিনি ৬৯ কেজির স্ন্যাচ, জার্ক ও মোট পয়েন্ট তিনটি দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে এশীয় ভারোত্তলন চ্যাম্পিয়নশীপে তিনি ৬৯ কেজির স্ন্যাচ, জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে এশীয় ভারোত্তলন চ্যাম্পিয়নশীপে তিনি ৬৯ কেজির স্ন্যাচ, জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন।
২০০১ সালে কুয়াংতোং প্রদেশে অনুষ্ঠিত চীনের জাতীয় গেমসে তিনি ১২২.৫ কেজি উঠিয়ে ৬৯ কেজির স্ন্যাচ, ১৫৫ কেজি উঠিয়ে ৬৯ কেজির জার্ক ও ২৭৭.৫ কেজি উঠিয়ে মোট পয়েন্টের জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। ২০০২ সালে ফুশান এশীয় গেমসে তিনি স্ন্যাচ, জার্ক ও মোট পয়েন্টের বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।
|