v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-02 10:48:37    
চাং কুওচেং

cri
    চাং কুওচেং ১৯৭৪ সালের ১৪ সেপ্টেম্বর ফুচিয়ান প্রদেশের সিয়াইয়ৌ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে ২০০৪ সালে অলিম্পিক গেমসে ভারোত্তলনে পুরুষদের ৬৯ কেজির দফায় চ্যাম্পিয়ন হন।

    ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি ফুচিয়ান প্রদেশের নানফিন অপেশাদার ক্রীড়া স্কুলে অনুশীলন করেন, তখন তাঁর কোচ ছিলেন লাই চিছেন এবং সুয়ে সিংবি; ১৯৮৮সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি পেইচিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া এবং অনুশীলন করেন, তখন তাঁর কোচ ছিলেন ফেং কেকুয়াং; ১৯৯৫ সালে তিনি ইয়েননান প্রদেশের ভারোত্তলন দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন হুয়াং হুয়াসিন; ১৯৯৯ সালের জানুয়ারী তিনি জাতীয় ভারোত্তলন দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন ছাই ইয়ানশু।

    ২০০০ সালে তিনি সিডনি অলিম্পিক গেমসে পুরুষদের ৬৯ কেজি বিভাগে মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে নবম জাতীয় গেমসে তিনি পুরুষদের ৬৯ কেজির সন্যাচ,জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে ফুসান এশীয় গেমসে তিনি পুরুষদের ৬৯ কেজি বিভাগে স্ন্যাচ, ক্লিন জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পয়নশীপে তিনি পুরুষদের ৬৯ কেজির স্ন্যাচ, ক্লিন জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে এশীয় ভারোত্তলন চ্যাম্পয়নশীপে তিনি পুরুষদের ৬৯ কেজির স্ন্যাচ, ক্লিন জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পয়নশীপে পুরুষদের ৬৯ কেজি বিভাগে স্ন্যাচ, ক্লিন জার্ক ও মোট পয়েন্ট দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে এথেনস অলিম্পিক গেমসে পুরুষদের ৬৯ কেজির দফায় চ্যাম্পিয়ন হন।

    তাঁর প্রধান রেকর্ড: ছিন হুয়াংতাওয়ে এশীয় ভারোত্তলন চ্যাম্পয়নশীপে পুরুষদের ৬৯ কেজি বিভাগে স্ন্যাচ দফায় ১৯৭.৫ কেজির উত্তলনের সাফল্য নিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।