চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ১ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আশা করে , চীন ও উত্তর কোরিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সহযোগিতার পদ্ধতি আরো বহুমুখী হবে।
খোং ছুয়েন বলেছেন, চীন ও উত্তর কোরিয়া উভয়ে জাতীয় অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পর্যায়ে আছে। দু'দেশের অর্থনীতির অনেক পার্থক্য আছে, তবে পরস্পরের পরিপূরকতাও অনেক। তাই আমরা আশা করি, দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার আরো উন্নয়ন হবে, আরো বেশি সহযোগিতার পদ্ধতি অন্বেষণ করবে , যাতে দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক উপকারিতার ভিত্তিতে নিরন্তরভাবে বিকশিত হবে এবং দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
|