জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত ৩১ অক্টোবর সভাপতি বিবৃতি প্রকাশ করে গত ২৯ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লীতে সংঘটিত একটানা সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে যে, নিরাপত্তা পরিষদ যে কোনো ধরণের সন্ত্রাসী তত্পরতার নিন্দা করে, বিশেষ করে বেসামরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী তত্পরতাগুলো আন্তর্জাতিক সমাজের কোনোমতেই গ্রহণযোগ্য নয়।
এর আগে, জাতিসংঘ মহাসচিব কফি আনানও একটি বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা এবং শোক প্রকাশ করেছেন এবং ভারত সরকারের উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব আইন অনুসারে সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার তাগিদ দিয়েছেন।
|