v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-01 09:26:31    
১ নভেম্বর

cri
    ১৯৮৪ সালের ১ নভেম্বর নয়াদিল্লিতে রাজিভ গান্ধী প্রধান মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন।

    ১৯৮৪সালের ১ নভেম্বর নয়াদিল্লিতে রাজিভ গান্ধীগ্যান্ধি প্রধান মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তিনি তাঁর মা ইন্দিরা গান্ধীর স্থলাভিসিক্তহন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ-নেওয়া তত্কালীণ মাকির্ন পররাষ্ট্র মন্ত্রী সুইজ ভারতের নতুন প্রধান মন্ত্রীকে বলেন, "একটি শক্তিশালী আর স্থিতিশীল ভারতের ব্যাপারে যুক্তরাষ্ট্রেরআগ্রহ আছে"।দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র পাকিস্তানকেসমর্থন করে বলে মাকির্ন-ভারত সম্পর্ক ভাল নয়।

    ১৯৫৪ সালের ১ অক্টোবর আলজেরিয়ায় মুক্তি শুরু বাঁধে

    ১৯৫৪ সালের ১ অক্টোবর আলজেরিয়ায় ফ্রান্সের ঔপনিবেশিক শাসন-বিরোধী সশস্ত্র অভ্যুত্থান ঘটে।১৮৩০ সালে আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়। দ্বিতীয় মহা যুদ্ধ শুরু হওয়ার পর আলজেরিয়ায় জাতীয় মুক্তি বিপ্লপ আন্দোলন দিন দিন বৃহত্তররূপ নেয়। ১৯৫৪ সালের আগষ্ট মাসে আলজেরিয়ায় জাতীয় মুক্তি ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। একটি ইসলাম ধর্মভিত্তিক সার্বভৌম দেশ গড়ে তোলা এই মুক্তি ফ্রন্টের লক্ষ্য।

    ১৯৫২ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হয়

    ১৯৫২ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমাসাফল্যজনকভাবে বিস্ফোরিত হয়।

    ১৯২৮ সালের ১ নভেম্বর চীনের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়

    ১৯২৮ সালের ১ নভেম্বর চীনের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।১৯২৭ সালের '১২ এপ্রিল' প্রতি-বিপ্লবী অভ্যুত্থান শেষ হওয়ার পর, চিয়াং কাই শেক নানচিন সরকার প্রতিষ্ঠা করেন।এর পর চিয়াং কাই শেক, সং জি উয়েন, খং শিয়াংশি , ছেন লি ফু এ চাঁরটি পরিবারের একনায়ক গোষ্ঠি গঠিত হয়। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীনের গণ সরকার এই কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে।

    ১৯৩৯ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রে রকফেলার কেন্দ্র চালু হয়

    ১৯৩৯ সালের ১ নভেম্বর ইতিহাসের সবচেয়ে বড় শহর উন্নয়ন প্রকল্পের অন্যতম---রকফেলার কেন্দ্রের নিমার্ন কাজ সম্পন্ন হয়।এই কেন্দ্রের প্রধান অঙ্গ হল যুক্তরাষ্ট্রের তেবার কোম্পানি।

    ১৯৮৫ সালের ১ অক্টোবর তেং শিও শিয়া পিং ১০ লক্ষ সৈন্য প্রস্তাবকমানোর উত্থাপন করেন

    ১৯৮৫ সালের ১ অক্টোবর চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের আয়োজিত একটি আলোচনা-সভায় চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান তেং শিয়াও পিন একটি বিস্ময়কর প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, চীনের গণ মুক্তি ফৌজের রণ শক্তি আরও বাড়ানো এবং সৈন্যবাহিনী আধুনিক করার জন্যে সৈন্যবাহিনীর সদস্যদের সংখ্যা আরও ১০ লক্ষ কমাতে হয়। আন্তজার্তিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনা অচলাবস্থা পড়ার পরিপ্রেক্ষিতে চীন একতরফাভাবে এই সিদ্ধান্ত নেয়। নিরস্ত্রীকরণের পর চীনের সৈন্যবাহিনীর গঠনকাজ দ্রুততর হয়।

    ১৯৯৩ সালের ১ নভেম্বর কলম্বিয়া নভোখেয়াযান মহাকাশে পরিভ্রমণের রেকর্ড সৃষ্টি করে

    ১৯৯৩ সালের ১ নভেম্বর কলম্বিয়া নভোখেয়াযান মহাকাশে ১৪ দিন ১৩ মিনিট পরিভ্রমন করার পর ক্যালিফোনিয়ারআটওয়া বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। সেবারকার মহাকাশে পরিভ্রমনের নতুন রেকর্ড সৃষ্টি হয়। এর আগে রেকর্ড ছিল ১৩ দিন ১৮ ঘন্টা ।

    ১৯৯৮ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রে ডিজিটাল টিভি অনুষ্ঠান চালু হয়

    ১৯৯৮ সালের ১ নভেম্বর ফেডারেল টেলিযোগাযোগ কমিশনের আদর্শে মাকির্ন যুক্তরাষ্ট্রের ৪১টি টেলিভিশনে ডিজিটাল অনুষ্ঠান সম্প্রচারশুরু হয়। নিদির্ষ্ট সময়সূচী অনুযায়ী, ২০০৬ সালে সারা যুক্তরাষ্ট্রের ১৬০০টি টেলিভিশনে ডিজিটাল অনুষ্ঠান সম্প্রচারিত হবে।