রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্দার জুকোভ দশম নিয়মিত বৈঠকের আগে মস্কোয় ইন্টারফ্যাক্সের সংবাদদাতাকে লিখিত সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যে রাশিয়া আর চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার প্রধান কর্তব্য হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য দ্বিগুণ করা এবং বাণিজ্যের কাঠামো সুসম্পন্ন করা।
জুকোভ বলেছেন, গত বছরে রাশিয়া ও চীনের বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ২১.২৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩৪.৭ শতাংশ বেড়েছে। তিনি আরো উল্লেখ করেছেন যে, বর্তমানে চীনের কাছে রাশিয়ার প্রধান রপ্তানী পণ্য হচ্ছে কাঁচা মাল ইত্যাদি। পরবর্তী পাঁচ বছরে রাশিয়া ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার প্রধান লক্ষ্য কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য বাড়ানো নয়, বরং পরস্পরের বাণিজ্যিক কাঠামোও সুসম্পন্ন করা উচিত।
|