 সম্প্রতি জাপান সরকার আর মার্কিন সরকার জাপানে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর পুনর্বিন্যাস আর জাপানের প্রতিরক্ষা বাহিনী ও মার্কিন বাহিনীর মধ্যে দায়িত্বের ভাগাভাগির বিষয়ে যে একটি মধ্য মেয়াদী রিপোর্ট প্রকাশ করেছে , তা বিরোধিতা করে ৩০ অক্টোবর ওকিনাওয়া জেলার নাহা শহরে প্রায় ৫ হাজার জাপানী জনতা বিক্ষোভ মিছিল করে ।
খবরে প্রকাশ, জাপানের গণ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় । বিক্ষোভকারীরা মনে করেন যে , জাপান-মার্কিন রিপোর্টে মার্কিন বাহিনীর ঘাঁটির কার্যকরিতা আরো জোরদার হয়েছে ।
এটা ওকিনাওয়ার জনগণকে মর্মাহত করেছে । বিক্ষোভকারীরা দুদেশের সরকারের উদ্দেশ্যে জাপানে মোতায়েন মার্কিন বাহিনীর পুনর্বিন্যাস পরিকল্পনা পরিত্যাগ করার দাবি জানিয়েছেন এবং মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি ওকিনাওয়ায় যে অব্যাহত থাকবে , বিক্ষোভকারীরা তার ঘোর বিরোধিতা করেছেন ।
|