চীনের নির্মাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ওয়াং কুয়ান থাও ৩০ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীনের শহর আর গ্রামাঞ্চলে পানির শোধন প্রকল্পের নির্মাণকাজে বৈদেশিক পুঁজিবিনিয়োগ উত্সাহ দেয়া হবে ।
চীনের শহর আর গ্রামাঞ্চলের জলসেচ প্রকল্প সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেছেন । সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী , চীনের শহরগুলোতে পানির দূষণমুক্ত করার হার শতকরা ৪৫ ভাগে দাঁড়িয়েছে । চীনে পানির পুরোপুরি দূষণমুক্ত করার জন্য ৫ শো বিলিয়ন ইউয়ান রেন মিন পি লাগবে ।
এবারকার দু'দিনব্যাপী সেমিনারে চীনের সরকারী প্রতিষ্ঠান , পানি সরবরাহ ও নিষ্কাশন শিল্প প্রতিষ্ঠান , বৈজ্ঞানিক গবেষণাগার আর দেশ-বিদেশের আর্থিক সংস্থার দেড় হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন ।
|