চীনের জাতীয় বন ব্যুরোর বন্য প্রাণী ও উদ্ভিদ সুরক্ষা বিভাগের পরিচালক চুও রুং শেং ৩১ অক্টোবর পেইচিংয়ে এক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বন্য প্রাণী ও উদ্ভিদ এবং তাদের বসবাসের পরিবেশ সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের নির্মাণের মাধ্যমে চীন ফলপ্রসূভাবে বন্য প্রাণী ও উদ্ভিদের সংখ্যা বাড়িয়েছে।
তিনি বলেছেন, ২০০১ সাল থেকে চীন বন্য প্রাণী ও উদ্ভিদ এবং প্রাকৃতিক সুরক্ষা অঞ্চলের নির্মাণ প্রকল্প কার্যকরী করে। গত চার বছরে চীনে ৭৬০টিরও বেশি নতুন প্রাকৃতিক সুরক্ষা অঞ্চল নির্মাণ করেছে । চীনের প্রাকৃতিক সুরক্ষা অঞ্চলের মোট সংখ্যা ১৬০০টিরও বেশি। বিশেষ করে পান্ডা, বাঘ, সোনালী বানর ইত্যাদি শত রকম বিলুপ্তপ্রায় জন্তু ও উদ্ভিদ রক্ষা করেছে। এখন চীনে অর্ধেকেরও বেশি বন্য জন্তু ও উদ্ভিদের সংখ্যা স্থিতিশীলভাবে বাড়ছে ।
|