চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩১ অক্টোবর হ্যানয় পৌঁছে ভিয়েতনামে তাঁর তিনদিনব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। বিমানবন্দরে প্রকাশিত লিখিত বক্তৃতায় তিনি আশা করেন, এবারকার সফর দু'দেশের পার্টি, দু'দেশ এবং দু'দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার এবং দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ও যৌথ উন্নয়ন ত্বরান্বিত করবে।
তিনি বলেছেন, চীন ও ভিয়েতনামের মৈত্রী গভীরভাবে দু'দেশের জনগণ মনে রাখে। দু'পক্ষ দীর্ঘমেয়াদী স্থিতিশীল, ভবিষ্যতমুখী, সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব ও সার্বিক সহযোগিতার নীতিতে, চিরদিন ভালো বন্ধু, ভাল প্রতিবেশী, ভাল কমরেড, ভাল অংশীদার হবার সিদ্ধান্ত নিয়েছে। এ বছর হচ্ছে চীন ও ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। তিনি আশা করেন দু'পক্ষ এই সুযোগ নিয়ে এক সঙ্গে দু'দেশের সম্পর্ক নতুন মানে উন্নীত করবে।
|