v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Thursday Apr 10th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-31 16:06:30    
৩১ অক্টোবর

cri
    ১৯১৮ সালের ৩১ অক্টোবর বিশ্বজুড়ে ফ্রুতেদুই লক্ষাধিক মানুষ মারা যান

    ১৯১৮ সালের ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যাণ অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। এই ফ্লু দ্রুত সারা বিশ্বে বিস্তৃতহয়। প্রথমে স্পেনে এই ফ্লুর প্রাদুভার্ব দেখা দেয়।তার পর ইউরোপ থেকে এশিয়ায় ছড়িয়ে পড়ে। কেবল চীনেই লক্ষাধিক মানুষ মারা যান। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইউনিয়নের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয় যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনীতে বিপুল সংখ্যক সৈন্য মারা যান। তা ছাড়া, যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে দু'সপ্তাহের মধ্যে ৪০ হাজার মানুষ ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

    ১৯১৮ সালের ৩১ অক্টোবর অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়

    ১৯১৮ সালের ৩১ অক্টোবর অষ্ট্রিয়ায় বিপ্লব বাঁধে। অষ্ট্রিয়ারবিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অষ্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রিরা বিরাটাকারের মিছিলের আয়োজন করেন।

    ১৯৫৮ সালের ৩১ অক্টোবর প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখানকরেন

    ১৯৫৮ সালের ৩১ অক্টোবর প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেলসাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যানকরেন। সুইডেনের সাহিত্য এক্যাডিমির কাছে পাঠানো একটি চিঠিতে তিনি স্বীকার করেন, তিনি ' স্বেচ্ছায়' নোবেল সাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যানগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। কিন্তু জনমত অনুযায়ী, তিনি কতৃর্পক্ষের প্রভাবে এই পুরষ্কার গ্রহণ না করতে বাধ্য হন।তাঁর লেখা 'রেওয়াগো কিচিত্সক' নামক উপন্যাসে তিনি তত্কালীণ সোভিয়েত ইউনিয়নের মতাধিষ্ঠানের সমালোচনা করেন।তিনি একজন জনপ্রিয় লেখক আর অনুবাদক। কিন্তু তিনি অনেক উপলক্ষ্যে কতৃর্পক্ষের সমালোচনা করেছেন বলে তিনি সরকারের চোখের বিষে পরিণত হন।

    ১৯৮০ সালের ৩১ অক্টোবর লন্ডনের শতাধিক পত্রিকা' সন্ধ্যান সংবাদ' বন্ধ হয়

    ১৯৮০ সালের ৩১ অক্টোবর লন্ডনের ইভনিং নিউজ ' পত্রিকায় 'বিদায় লন্ডন' শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়।যার ফলে এই শতাধিক ইতিহাসসম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।

    ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী গুপ্ত ঘাতকের হাতে প্রাণ হারান

    ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ভারতের তত্কালীণ প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর ব্যক্তিগত শিখ রক্ষকের গুলিতে মারা যান। শিখ চরমপন্থীদের উপর ভারত সরকারের সশস্ত্র দমন তাঁর নিহত হবার প্রধান কারণ।

    ১৯৯৮ সালের ৩১ অক্টোবর তিয়েন আন মেন মহা চত্বরের সংস্কার প্রকল্প শুরু

    ১৯৯৮ সালের ৩১ অক্টোবর পেইচিং তিয়েন আন মেন মহা চত্বরের বিরাটাকারের সংস্কার প্রকল্প শুরু হয়। ১৯৪৯ সালে তিয়েন আন মেন মহা চত্বরের প্রথম সংস্কার হয়।

    ১৯৯৬ সালের ৩১ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রবীণ জন্যগোষ্ঠীর যন্ত্র নেয়ার আহ্বান জানায়

    ১৯৯৬ সালের ৩১ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, প্রবীণ লোকসংখ্যা বৃদ্ধির সমস্যা বিশ্বের একটি গুরুতর সমস্যায় পরিণত হয়। রিপোর্টে জোর দিয়ে বলা হয়, বার্ধক্য সমস্যা হল সামাজিক সমস্যা। সারা বিশ্ব সমাজকে এই সমস্যার দিকে মনোযোগ দিতে হবে। প্রবীণদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে।

    ১৯৯৯ সালের ৩১ অক্টোবর খুনমিং উদ্যান শিল্প প্রদর্শনী সমাপ্ত হয়

    ১৯৯৯ সালের ৩১ অক্টোবর চীন সরকার আর ইয়ুন্নন প্রাদেশিকসরকারের উদ্যোগে আয়োজিত খুনমিং উদ্যান শিল্পপ্রদশর্নী সমাপ্ত হয়। ৬৯টি দেশ আর ২৬টি আন্তর্জাতিক সংস্থা সেবারকার প্রদশর্নীতে যোগ দেয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China