v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-31 16:05:47    
২৪---৩১ অক্টবর, ২০০৫

cri
উ ইঃ চতুর্থ পূর্ব এশিয়ান গেম্স পূর্ব এশিয়ার সকল দেশ আর অঞ্চলের আদান প্রদানের প্ল্যাটফর্ম

ম্যাকাওয়ের উদ্যোগে চতুর্থ পূর্ব এশিয়ান গেম্স ২৯ অক্টোবর রাতে উদ্বোধন হয় । ন'দিনব্যাপী এই গেম্সে ২৩৪টি স্বর্ণপদক নিয়ে প্রতিযোগিতা হবে । চীন , চীনের ম্যাকাও , উত্তর কোরিয়া , মঙ্গোলিয়া , চীনের হংকং প্রভৃতি ন'টি দেশ আর অঞ্চলের প্রায় দু'হাজার ক্রিড়াবিদ এই গেম্সে অংশ নিচ্ছেন ।

চীনের উপপ্রধান মন্ত্রী উ ই ২৯ অক্টোবর সন্ধ্যায় ম্যাকাও বিশেষ অঞ্চল সরকারের আয়োজিত ভোজসভায় বলেছেন , এবার ম্যাকাওয়ে যে পূর্ব এশিয়ান গেম্স অনুষ্ঠিত হচ্ছে , তা পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ আর অঞ্চলের সংগে ম্যাকাওয়ের আদান প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মম যুগিয়ে দিয়েছে ।

তিনি বিশ্বাস করেন যে , ম্যাকাও বিশেষ অঞ্চল সরকারের নেতৃত্বে আর ম্যাকাওয়ের বিভিন্ন মহলের ব্যক্তিদের সমর্থনে এবারকার পূর্ব এশিয়ান গেম্স অবশ্যই সাফল্যমন্ডিত হবে ।

চীনের উপপ্রধান মন্ত্রী উ ই ২৯ অক্টোবর ম্যাকাওয়ে বলেছেন , চীনের কেন্দ্রীয় সরকার অবিচলিতভাবে ম্যাকাওয়ের উন্নয়ন সমর্থন করবে ।

ম্যাকাও বিশেষ অঞ্চলের প্রতি কেন্দ্রীয় সরকার যে ব্যাপক সমর্থন করেছে , তার জন্য হো হো হুয়া ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন , বিশেষ অঞ্চল সরকার আর ম্যাকাওয়ের বিভিন্ন মহল অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে ম্যাকাওয়ের বর্তমান সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখবে এবং তা আরো বিকশিত করবে ।

চীন পূর্ব এশীয় কমিউনিটির লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ দা ওয়ে ৩০ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত পূর্ব এশিয়ার যৌথ সহযোগিতা গবেষণা সম্মেলনে বলেছেন, চীন আঞ্চলিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব পূর্ব এশিয় কমিউনিটির লক্ষ্য বাস্তবায়নের জন্য পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে চায়।

উ দা ওয়ে বলেছেন, গত বছরে পূর্ব এশিয়ার নেতারা পূর্ব এশিয় কমিউনিটির প্রতিষ্ঠাকে পূর্ব এশিয় দেশগুলোর সহযোগিতার এক দীর্ঘকালীন লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে, পূর্ব এশিয় সহযোগিতা সংক্রান্ত গবেষণা এবং আলোচনা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেছেন, পূর্ব এশিয় দেশগুলোর উচিত প্রয়োজনীয় ব্যবস্থা চালিয়ে সহযোগিতার মান এবং কল্যাণ উন্নত করা, সহযোগিতার বিষয়বস্তু সমৃদ্ধ করা, এই অঞ্চলের বাস্তব অবস্থা বিবেচনা করে পারস্পরিক উপকারিতা এবং উভয়ের কল্যাণের নীতি অনুসারে বিভিন্ন পক্ষের একটি গ্রহণযোগ্য সহযোগিতার পথ অন্বেষণ করা এবং পূর্ব এশিয়া আর বিশ্বের অন্য অঞ্চলের মধ্যে যোগাযোগ জোরদার করা ও মিলিতভাবে উন্নয়ন করার এক ফলপ্রসূ উপায় নিয়ে গবেষণা করা।

জাপানের উপনিবেশবাদী শাসনের কবল থেকে তাইওয়ান মুক্তি পাওয়ার ৬০তম বার্ষিকী উপলক্ষে পেইচিং সেমিনার

চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান চাং খ্যহুই ২৪ অক্টোবরপেইচিংয়ে বলেছেন , তাইওয়ান প্রণালীর দুপারের স্বদেশবাসীদের উচিত দৃঢতার সঙ্গে স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করা , স্বাধীন তাইওয়ান প্রয়াস রোধ করা এবং মিলিতভাবে দুপারের আর এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা ।

জাপানের উপনিবেশবাদী শাসনের কবল থেকে তাইওয়ানের মুক্তি পাওয়ার ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেছেন , জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধে তাইওয়ানী জনগণের চালিত সংগ্রাম গোটা যুদ্ধের বিজয় ও চীনা জাতির মনোবলের উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

তিনি বলেছেন , এখন দুপারের সম্পর্ক নতুন সুযোগের সম্মুখীন । দুপারের স্বদেশবাসীদের উচিত আদানপ্রদান ও মতবিনিময় জোরদার , মিলিতভাবে কষ্টার্জিত পরিস্থিতি রক্ষা করা এবং দুপারের সম্পর্ককে শান্তিপূর্ণ একীকরণ হওয়ার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা ।

আর্থিক ক্ষেত্রে চীন-ইইউ যোগাযোগ আরো ঘনিষ্ঠ হবে

চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক -- চীনা গণ ব্যাঙ্কের গভর্ণর চৌ সিয়াও ছুয়ান ২৮ অক্টোবর শাংহাইয়ে অনুষ্ঠিত প্রথম চীন-ইইউ আর্থিক পরিসেবা ও তত্ত্বাবধান সংক্রান্ত গোল টেবিল সম্মেলনে বলেছেন, চীন ও ইউরোপের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়া এবং চীনের আর্থিক ব্যবস্থার সংস্কারের পদক্ষেপ দ্রুততর করার সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষেত্রে চীন ও ইউরোপীয় ইউনিয়নের যোগাযোগ অবশ্যই আরো ঘনিষ্ঠ হবে।

চীনা গণ ব্যাঙ্ক এবং ইউরোপীয় কমিশনের যৌথ উদ্যোগে এবারকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবেশে আর্থিক বাজার তত্ত্বাবধান করা, আর্থিক পরিসেবা এবং আর্থিক বাজারের তত্ত্বাবধান জোরদার করা, চীন ও ইউরোপের তত্ত্বাবধান সংস্থার মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জাতিসংঘ চীনের বার্ডফ্লু প্রতিরোধমূলক কাজের প্রশংসা করেছে

জীনের "পিপলস ডেইলী পত্রিকার" ২৭ অক্টোবরের খবরে প্রকাশ , জাতিসংঘের বার্ডফ্লু প্রতিরোধ বিষয়ক উচ্চ পদস্থ মধ্যস্থতাকারী কর্মকর্তা ডেভিড নবারো সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , চীনের বার্ডফ্লু প্রতিরোধমূলককাজে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে , জরুরী অবস্থা মোকাবেলা করার ব্যবস্থা এবং টীকা গবেষণা ও উত্পাদনের মান উন্নত । জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে চীন বার্ডফ্লু প্রতিরোধ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

নবারো বলেছেন , জাতিসংঘ সংস্থা সংশ্লিষ্ট দেশের পরীক্ষাগারকে চীনের কাছে বার্ডফ্লুর মানদন্ড- ভাইরাস সরবরাহ করার মধ্যস্থতা করে চীনের বার্ডফ্লু প্রতিরোধ করার বহুমুখী পরিকল্পনা প্রণয়ন কাজে সমর্থন যুগাবে ।

২৯ তারিখ রাতে নয়াদিল্লীর তিনটি জাঁকজমকপূর্ণ বাজারে পর পর বিস্ফোরণ ঘটেছে, এতে ৬১ জন নিহত, ১৮৮ জন আহত হয়েছে। নয়াদিল্লীর সন্ত্রাস দমন বিশেষজ্ঞ মনে করেন, আল-কায়েদা সংস্থার সঙ্গে জড়িত ইসলামী চরমপন্থী সংস্থা "লাশকার-এ-তৈয়বা এবারকার বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা খুব বেশি।

২৯ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লীতে সংঘটিত কয়েকটি বিস্ফোরণের ঘটনায় জানমালের গুরুতর ক্ষয়ক্ষতির খবর পেয়ে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩০ আক্টোবর ভারতের প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কামালের কাছে সমবেদনা তারবার্তা পাঠিয়েছেন। তিনি চীনের সরকার ও জনগণ এবং নিজের পক্ষ থেকে ভারতের সরকার ও জনগণ এবং নিহতদের আত্মীয়স্বজন ও আহতদের কাছে আন্তরিক সমবেদনা জানিয়েছেন, প্রাণহানির জন্যে গভীর শোক প্রকাশ করেছেন।

জাতিসংঘ মহাসচিব কফি আনান ২৯ অক্টোবর দেয়া এক বিবৃতিতে তীব্র ভাষায় একই দিনে ভারতের রাজধানী নয়াদিল্লীতে সংঘটিত ধারাবাহিক সন্ত্রাসী বোমা হামলার ঘটনার নিন্দা করেছেন , এবং ভারত সরকারের উদ্দেশ্যে শীঘ্রই অপরাধীদের আইনানুগ শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতের নয়াদিল্লী পুলিশ ৩০ অক্টোবর ঘোষণা করেছে, তারা ধারাবাহিক বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ জনকে গ্রেফতার করেছে।

পাকিস্তানে চীনের আন্তর্জাতিক ত্রাণ-দলের ভ্রাম্যমান হাসপাতাল কাজ শুরু

পাকিস্তানের উত্তরাঞ্চলে ২৩ অক্টোবর আবার রিখটার স্কোলে ৫.৯ থেকে ৬ মাত্রার ভূ-কম্প ঘটেছে ।

পাকিস্তানের ভূমিকম্প দুর্গত অঞ্চল বালাকোটে চীনের ২য় কিস্তির ৩টি আন্তর্জাতিক ত্রাণ-দলের ভ্রাম্যমান হাসপাতাল ৩০ অক্টোবর সকাল থেকে কাজ করতে শুরু হয়েছে।

জানা গেছে, চীনের ভ্রাম্যমান হাসপাতালে মেডিসিন, শৈল্য চিকিত্সা ও বিশেষ পরীক্ষা এই তিনটি বিভাগ রয়েছে ।

চীনের আন্তর্জাতিক ত্রাণ-দলের উপ-প্রধান, সশস্ত্র পুলিশ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ইয়াং চাও ছেং ভ্রাম্যমান হাসপাতালের কর্তব্য শুরু করার আগে ত্রাণ-দলের চিকিত্সা কর্মীদের উদ্দেশ্যে সর্বান্তঃকরণে দুর্গতদের ত্রাণ ও প্রতিকার করা এবং যথাসাধ্য চেষ্টা করে দুর্গতদের চিকিত্সা করার নির্দেশ দিয়েছেন ।

কাশ্মিরের বাস্তব নিয়ন্ত্রণ রেখার ৫টি চেক পয়েন্ট সাময়িকভাবে উন্মুক্ত

পাকিস্তান ও ভারত ৩০ অক্টোবর ভোরে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে কাশ্মিরের বাস্তব নিয়ন্ত্রণ লাইনে কিছু কিছু চেক পয়েন্ট উন্মুক্ত করতে রাজি হয়েছে। ফলে দু'পাশের অধিবাসীরা ভূমিকম্প কবলিত এলাকায় মিলিতভাবে ত্রাণ তত্পরতা চালাতে পারবেন।

যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে , দুপক্ষের আলোচনায় অর্জিত ঐক্যমত অনুযায়ী পাকিস্তান ও ভারত ৭ নভেম্বর থেকে বাস্তব নিয়ন্ত্রণ লাইনের পাঁচটি চেক পয়েন্ট অস্থায়ীভাবে উন্মুক্ত করবে , তাতে ত্রাণ-সামগ্রি বাস্তব নিয়ন্ত্রণ লাইনের উভয় দিকে পারাপারে সুবিধা হবে। তাছাড়া, দু'পাশের অধিবাসীরাও সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে এই সব চেক পয়েন্ট অতিক্রম করতে পারবেন ।

প্রশান্ত মহাসাগরীয় ও এশীয় মহাকাশ সহযোগিতা সংস্থা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

প্রশান্ত মহাসাগরীয় ও এশীয় মহাকাশ সহযোগিতা সংস্থা সংক্রান্ত চুক্তি ২৮ অক্টোবর পেইচিংয়ে স্বাক্ষরিত হয়েছে। চীনের উপ-প্রধানমন্ত্রী হুয়াং চু স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে চীন ইচ্ছুক, যাতে মহাকাশ সম্পদের শান্তিপূর্ণ ব্যবহা এবং মানবজাতির শান্তি ও উন্নয়নের বিষয়ে চীন আরও অবদান রাখতে পারে।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও পেরু ইত্যাদি ৮টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে এই চুক্তি কার্যকর হবে, এবং এই সংস্থা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। হুয়াং চু বলেছেন, এই সংস্থার প্রতিষ্ঠা মহাকাশ প্রযুক্তি ও ব্যবহারমূলক ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় ও এশীয় অঞ্চলের দেশগুলোর আদান-প্রদান ও সহযোগিতা সম্প্রসারণের অনুকূল। মহাকাশের উন্নয়ন এবং এ অঞ্চলের অর্থনীতি ও সমাজের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধিও ত্বরান্বিত হবে।

চীন ও দক্ষিণ কোরিয়া ইয়াসুকুনি সমাধিতে জাপানের প্রধান মন্ত্রীর শ্রদ্ধা তর্পনের বিরোধী

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খং ছুয়ান ২৭ অক্টোবর পেইচিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলে বলেছেন জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি যে বছরের পর বছর দ্বিতীয় মহাযুদ্ধের প্রথম সারির যুদ্ধাপরাধীর স্মৃতিফলক সম্বলিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করছেন তাতে চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়েছে এবং দু দেশের সম্পর্কের স্বভাবিক বিকাশে বাধা সৃষ্টি হয়েছে ।

খং ছুয়ান আরো বলেছেন , এই থেকে সৃষ্ট গুরুতর পরিস্থিতি জাপান পক্ষের জানা উচিত । আগ্রাসী যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণের যে প্রতিশ্রুতি জাপান দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ।

জাপান সফররত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি মোনও ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পনের জন্য জুনিচিরো কোইজুমির নিন্দা করেছেন । জাপানের পররাষ্ট্র মন্ত্রী মাছিমুরা নোবুটাকার সঙ্গে বৈঠক করার সময় তিনি বলেছেন, জুনিছিরো কোইজুমি যে আবার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন করেছেন তাতে দক্ষিণ কোরিয়ার জনগণের অনুভূতি পদদলিত হয়েছে ।

সিরিয়াঃ কোনো সিরীয় হারিরি হত্যার জন্যে দোষী প্রমাণিত হলে শাস্তি হবে

সিরিয়ার ক্ষমতাসীন পুনরুত্থান পার্টি স্থানীয় ক্ষমতা সংস্থার উপ-সাধারণ সম্পাদক মোহামেদ্ সেইদ্ বহিটান ২৯ অক্টোবর দামাস্কাসে বলেছেন, যদি কোনো সিরীয় ব্যক্তি লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরির হত্যাকাণ্ডের জন্যে দায়ী বলে প্রমাণিত হয়, তবে সিরিয়া সরকার তাকে আইনানুগ শাস্তি দিবে।

একই দিন সিরিয়ার আইনজীবী সমিতির একাদশ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার্ আল-আসাদের প্রতিনিধি হিসেবে ভাষণ দেয়ার সময়ে বহিটান এ কথা বলেছেন। তিনি বলেছেন, সিরিয়া হারিরির হত্যাকাণ্ড সম্পর্কিত আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে সহযোগিতা করেছে। এই হত্যাকাণ্ডে সিরিয়ার আদৌ কোনো হাত নেই । তিনি সমালোচনা করে বলেন যে, আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট অন্যায্য এবং অবিশ্বাস্য।

এর সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ পদদলিত করার অনুমতি কাউকে দেবে না।

জাতি সংঘ প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন

জাতিসংঘ প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে ২৪ অক্টোবর নিউয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক উদযাপনী অনুষ্ঠানে মহাসচিব কফি আনান ভাষণদানের সময় বলেছেন , ষাট বছর আগেকার এইদিনে জাতিসংঘের সনদ গৃহীত হয় এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । গত ষাট বছরে জাতিসংঘ বিশ্বশান্তি ও উন্নয়ন সাধনে নিলরস প্রচেষ্টা চালিয়েছে ।

কফি আনান আরো বলেছেন , চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে যে মতৈক্যে পৌঁছেছেন তিনি ও জাতিসংঘের সচিবালয় তার বাস্তবায়নকে ত্বরান্বিত করার প্রয়াস চালাবেন । এর সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশেরও যার যার প্রতিশ্রুতি পালন করা উচিত ।

জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান জন এলিয়াসনও উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান বিশ্বের বাস্তব অবস্থায় সবাই উপলব্ধি করেছে যে , মানব জাতির বিশ্বজোড়া কর্মসূচি গ্রহণ করে সম্মিলিতভাবে হুমকি ও চ্যালেঞ্জের মোকাবিলা করা উচিত ।