৩০ অক্টোবর পূর্বএশিয়ার যৌথ সহযোগিতা বিষয়ক সেমিনার পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । আসিয়ান, চীন, জাপন আর দক্ষিণ কোরিয়া থেকে আসা প্রায় ৫০জন পূর্বএশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ও পণ্ডিত এই সেমিনারে অংশগ্রহণ করছেন ।
সেমিনারে পণ্ডিতরাপূর্বএশিয়ার একীকরণের বিকাশ , পূর্বএশিয়া কমিউনিটির নির্মাণের প্রধান সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন । অংশগ্রহণকারী চীন আর বিদেশের বিশেষজ্ঞ ও পণ্ডিতরা বাণিজ্য, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রেপূর্বএশিয়ার সহযোগিতায় অর্জিত উত্সাহব্যঞ্জক অগ্রগতির প্রশংসা করেছেন । তাঁরা মনে করেন , পূর্বএশিয়া সহযোগিতা পূর্বএশিয়ার কমিউনিটির দিকে যাওয়া পথে, অব্যাহতভাবে "১০+৩"র নীতি অনুযায়ী এই অঞ্চলের অন্যান্য সহযোগিতামূলক ব্যবস্থার ভুমিলা পালন করা উচিত ,যাতে পূর্বএশিয়া আর বিশ্বের অন্যান্য অঞ্চলের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়ন করা যায় ।
|