ভারত নিয়ন্ত্রিত কাশমিরের ইনকিলাব নামে একটি সশস্ত্র সংগঠন ৩০ অক্টোবর ঘোষণা করেছে যে , এই সংগঠন ২৯ তারিখ সন্ধ্যায় নয়াদিল্লীতে সংঘটিত একটানা বিস্ফোরণের জন্য দায়ী ।
পি টি আইয়ের খবরে প্রকাশ , এই সংগঠনের একজন মুখপাত্র একই দিন ভারত নিয়ন্ত্রিতকাশমিরের শ্রীনগরের কয়েকটি সংবাদ মাধ্যমের কাছে ফোন করে বলেছেন , এই সংগঠন এই ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছে । তিনি বলেছেন , ২৯ তারিখের হামলার উদ্দেশ্য হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশমিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অবলম্বিত ব্যবস্থার প্রতিশোধ নেয়া ।
এ পর্যন্তএবারকার ধারাবাহিক বিস্ফোরণে ৬১জন নিহত আর প্রায় ২ শো জন আহত হয়েছে ।
|