ভারতের নয়াদিল্লী পুলিশ ৩০ অক্টোবর ঘোষণা করেছে, তারা ধারাবাহিক বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ জনকে গ্রেফতার করেছে।
নয়াদিল্লীর পুলিশ কর্তৃপক্ষের মুখপাত্র বলেছেন, ২৯ তারিখের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার পর পুলিশ অচিরেই ঘটনাস্থলের নিকটে এবং রেলস্টেশন ও বাস স্টেশনে তদন্ত কাজ শুরু করেছে। এই খবর পাওয়া পর্যন্ত পুলিশ ২২ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার এবং জেরা করেছে।
২৯ তারিখ রাতে নয়াদিল্লীর তিনটি জাঁকজমকপূর্ণ বাজারে পর পর বিস্ফোরণ ঘটেছে, এতে ৬১ জন নিহত, ১৮৮ জন আহত হয়েছে। নয়াদিল্লীর সন্ত্রাস দমন বিশেষজ্ঞ মনে করেন, আল-কায়েদা সংস্থার সঙ্গে জড়িত ইসলামী চরমপন্থী সংস্থা "লাশকার-এ-তৈয়বা এবারকার বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা খুব বেশি।
|