পাকিস্তান ও ভারত ৩০ অক্টোবর ভোরে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে কাশ্মিরের বাস্তব নিয়ন্ত্রণ লাইনে কিছু কিছু চেক পয়েন্ট উন্মুক্ত করতে রাজি হয়েছে। ফলে দু'পাশের অধিবাসীরা ভূমিকম্প কবলিত এলাকায় মিলিতভাবে ত্রাণ তত্পরতা চালাতে পারবেন।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে , দুপক্ষের আলোচনায় অর্জিত ঐক্যমত অনুযায়ী পাকিস্তান ও ভারত ৭ নভেম্বর থেকে বাস্তব নিয়ন্ত্রণ লাইনের পাঁচটি চেক পয়েন্ট অস্থায়ীভাবে উন্মুক্ত করবে , তাতে ত্রাণ-সামগ্রি বাস্তব নিয়ন্ত্রণ লাইনের উভয় দিকে পারাপারে সুবিধা হবে। তাছাড়া, দু'পাশের অধিবাসীরাও সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে এই সব চেক পয়েন্ট অতিক্রম করতে পারবেন ।
উল্লেখ্য, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারাফের প্রস্তাবে ২৯ অক্টোবর সকাল থেকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আলোচনা বৈঠক বসে।
|